এইচ টি এম এল (HTML) কাকে বলে?
এইচটিএমল হল হাইপারটেক্সট মার্কআপ ল্যাংগুয়েজ (Hypertext markup language) এটি কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয় । এটি হল মার্কআপ ল্যাংগুয়েজ । বেশি কিছু লিখে সময় নস্ট করতে চাই না ।
মুল কথায় আসি :
আসুন এইচটিএমএল (HTML) কিভাবে কাজ করে তা জানব।
ধরুন, আপনি কোন ওয়েব address এ গিয়ে একটি পেজ দেখার জন্য ওয়েব সার্ভারের কাছে Request পাঠালেন । ওয়েব সার্ভার আপনাকে ASCII ( American standard code for Information Interchange ) টেক্স এর একটি দির্ঘ স্টিং পাঠায় এবং আপনি এটি কে ওয়েব পেজ
আকারে দেখতে পান । আর এই ওয়েব পেজ এর গঠন কিরুপ হবে, টেক্স সমুহ কিভাবে দেখা যাবে ইত্যাদি বিষয় নির্ভর করে HTML ফাইল/পেজ এ ব্যবহারিত বিভিন্ন ট্যাগ এর উপর ।
ওয়েবপেজ তৈরিতে HTML ল্যাংগুয়েজ ভিত্তি হিসাবে কাজ করে । এইটিএমএল ছাড়া কোন ওয়েব পেজ তৈরি করা সম্ভব নয় । যদিও HTML কোন পরিপুন্ন ল্যাংগুয়েজ নয় । HTML দিয়ে স্টাটিক ওয়েব সাইট তৈরি করা যায় । এই স্টাটিক ওয়েবসাইট কে পরিপুন্নতা দেওয়ার জন্য “সিএসএস” ব্যবহার করতে হবে । ওয়েসাইট কে ডায়নামিক করতে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যেমন: ( javascript, java, php ) ইত্যাদি ব্যবহার করা হয় । HTML ছাড়া ওয়েবপেজ এ কনটেন্ট সমুহকে ( text, images, audio, videos ) প্রদর্শিত করা যায় না ।
আগামী পর্ব গুলোতে HTML কিভাবে কাজ করে তা দেখাবো । ইনশাল্লাহ ।
এইচটিএমল হল হাইপারটেক্সট মার্কআপ ল্যাংগুয়েজ (Hypertext markup language) এটি কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয় । এটি হল মার্কআপ ল্যাংগুয়েজ । বেশি কিছু লিখে সময় নস্ট করতে চাই না ।
মুল কথায় আসি :
আসুন এইচটিএমএল (HTML) কিভাবে কাজ করে তা জানব।
ধরুন, আপনি কোন ওয়েব address এ গিয়ে একটি পেজ দেখার জন্য ওয়েব সার্ভারের কাছে Request পাঠালেন । ওয়েব সার্ভার আপনাকে ASCII ( American standard code for Information Interchange ) টেক্স এর একটি দির্ঘ স্টিং পাঠায় এবং আপনি এটি কে ওয়েব পেজ
আকারে দেখতে পান । আর এই ওয়েব পেজ এর গঠন কিরুপ হবে, টেক্স সমুহ কিভাবে দেখা যাবে ইত্যাদি বিষয় নির্ভর করে HTML ফাইল/পেজ এ ব্যবহারিত বিভিন্ন ট্যাগ এর উপর ।
ওয়েবপেজ তৈরিতে HTML ল্যাংগুয়েজ ভিত্তি হিসাবে কাজ করে । এইটিএমএল ছাড়া কোন ওয়েব পেজ তৈরি করা সম্ভব নয় । যদিও HTML কোন পরিপুন্ন ল্যাংগুয়েজ নয় । HTML দিয়ে স্টাটিক ওয়েব সাইট তৈরি করা যায় । এই স্টাটিক ওয়েবসাইট কে পরিপুন্নতা দেওয়ার জন্য “সিএসএস” ব্যবহার করতে হবে । ওয়েসাইট কে ডায়নামিক করতে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যেমন: ( javascript, java, php ) ইত্যাদি ব্যবহার করা হয় । HTML ছাড়া ওয়েবপেজ এ কনটেন্ট সমুহকে ( text, images, audio, videos ) প্রদর্শিত করা যায় না ।
আগামী পর্ব গুলোতে HTML কিভাবে কাজ করে তা দেখাবো । ইনশাল্লাহ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন